21/09/2023 : 9:49 PM
অন্যান্য

পল্লিমঙ্গল সমিতির উদ্দ্যোগে আজ থেকে শুরু হল “ঘরে থেকেই রক্তদান” অভিযান

স্টাফ রিপোর্টার, পাল্লারোডঃ লকডাউনে রক্তের আকাল চারিদিকে, করোনার কারণে ক্যাম্প না হওয়া বা ব্লাডব্যাঙ্কে গিয়ে রক্তদান এখন অনেকটাই সীমিত ! এইবার “ঘরে থেকেই রক্তদান”, অভিনব উদ্যোগ নিল পল্লিমঙ্গল সমিতি, আমাদের জানান আপনি রক্ত দিতে যান, লকডাউনে ঘর থেকে বাইরে যাওয়ার দরকার নেই , মেডিকেল টিম পৌছে যাবে আপনার বাড়ি সংগ্রহ করবে রক্ত, পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম বার এ ধরণের উদ্যোগ নিল পল্লিমঙ্গল সমিতি, গায়ক সিধুদার উদ্যোগে ভরুকা ব্লাড ব্যাংকের সহযোগিতায় “LUSD” গ্রুপের ব্যবস্থাপনায় ঘরে বসেই রক্তদানের ব্যবস্থা করছে পল্লিমঙ্গল সমিতি।

আজ সোমবার থেকে এই কর্মসূচির শুভ সূচনা হল, পল্লিমঙ্গল সমিতির তরফে জানানো হয় “রক্তদান শিবিরের ভিড় এড়াতে একক বাড়ি থেকে রক্তদান করার ব্যবস্থা, রক্ত দেওয়ার জন্য নাম জমা দিতে পারেন ৯০৬৪৯৯৩১৩৬ এই নাম্বারে ফোন করে , ভ্রাম্যমান রক্তসংগ্রহের মেডিকেল টিম ও গাড়ি পৌছে যাবে আপনার বাড়ি সমস্তরকম নিয়ম মেনে সংগ্রহ করবে রক্ত ” এই প্রচেষ্ঠার উদ্বোধনের দিন রক্ত দিয়ে আপ্লুত ও সাধুবাদ জানিয়েজেন রোহিত দাসগুপ্ত, শুভেন্দু চক্রবর্তীর মতন রক্তদাতা রা , তারা জানান বাড়িতে থেকেও যে রক্তদান করা যায় তা পল্লিমঙ্গল পথ দেখাল , পল্লিমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান আজ ৪২জন রক্তদাতার বাড়ি থেকে রক্ত সংগ্রহ করা হয় , বড়শুল, পাল্লা ক্যাম্প, পাল্লা রোড, রসুলপুর, কলানবগ্রাম এলাকার মানুষ আজ রক্ত দেয়।

Related posts

ইন্টারনেট পরিষেবা ঠিক রাখার জন্য সোশ্যাল নেটওর্য়াকে লাগাম

E Zero Point

রোজার ঐতিহাসিক পটভূমি

E Zero Point

সাধারণ ভুল যেগুলো রমজানের সময় আমরা করে থাকি – তৃতীয় পর্ব

E Zero Point

মতামত দিন