পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোট: বিরাট লাইন পড়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক জালপাড়া শাখায়। কিন্তু লকডাউনের বিধিনিষেধের কোন তোয়াক্কাই নেই গ্রাহকদের অধিকাংশের। নিরাপদ দুরত্ব বজায় রাখার ক্ষেত্রে অনেকেই গা ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়ে রয়েছেন। আন্দাজ ১১-৩০ টা নাগাদ মঙ্গলকোট থানার পুলিশ যখন সেখানে এসেছিল তখন তারা গ্রাহকদের সচেতন করেন এবং নিরাপদ দুরত্বে দাঁড়ানোর জন্য বলেন। কিন্তু পুলিশের গাড়ি চলে যেতেই সেই এক চিত্র। সিভিক ভলিন্টিয়ার ব্যাঙ্কের সামনের দরজায় দাঁড়িয়ে চেষ্টা করছেন সেই জায়গাটাকে ঠিক রাখার। কিন্তু এই বিরাট লাইনকে ঠিক রাখা তার একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে টেলিফোনে যোগাযোগ করা হলে – ম্যানেজার সৌরভ রায় বলেন, সব ঠিকঠাকই চলছে। বিষয়টি বলা হলে তিনি বলেন তিনি চেষ্টা করছেন – ঠিক রাখার – সিভিক ভলিন্টিয়ার তো রয়েছেন। কিন্তু বাস্তব চিত্রটি সে কথা বলেছে না – এই ভাবে অবিবেচকের মতো গা ঘেঁষাঘেঁষির লাইন যে কতবড় বিপদ ডেকে আনতে পারে তা কে বোঝাবে?