সংবাদ সংস্থাঃ আজ বিহার পুলিশের এসপি উপেন্দ্রনাথ বর্মা জানিয়েছেন তবলিগ জামাতের ১১ জন বিদেশিকে ভিসা আইন উলঙ্ঘনের অপরাধে জেলে পাঠানো হয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার থেকে আগত এই বিদেশীরা দিল্লির নিজামুদ্দিন জামাতে এসেছিলেন। বিহারের বাক্সার জেলাতে তাদেরকে কোয়ারান্টিনে রাখা হয়েছিল যদিও তাদের শরীরে কোন করোনা ভাইরাসের লক্ষন দেখা যায়নি। তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও বিহারে বাক্সারে তাদের পাওয়া যায়। ভিসা আইনের উপর পুলিশ কেস করে তাদেরকে জেলে ভরা হয়েছে। (ANI)