06/06/2023 : 7:51 AM
অন্যান্য

বর্ধমান মেডিকেল ও ডেন্টাল কলেজের ডাক্তার-সহ সকলের রিপোর্ট নেগেটিভ

বিশেষ প্রতিনিধি, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার জন্য আজ স্বস্তির খবর। বর্ধমান মেডিকেল ও ডেন্টাল কলেজের ডাক্তার-সহ সকলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বর্ধমান মেডিক্যাল কলেজের ৫ ডাক্তার, একজন নার্স, দুজন স্বাস্থ্যকর্মী ও এক ক্যান্টিন কর্মীরও করোনা ভাইরাস নেগেটিভ এসেছে৷ অন্যদিকে বর্ধমান ডেন্টাল কলেজ ও হাসপাতালের   বর্ধমান  ডেন্টাল কলেজের তিন সিনিয়র চিকিৎসক, এক নার্স, দুই জুনিয়র চিকিৎসক, ক্যান্টিন ম্যানেজার ও দুই স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ এসেছে। এই খবরে স্বভাবতই স্বস্তিতে বর্ধমান শহরবাসী। তবে সকলকেই আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানান, এতদিন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নমুনা সংগ্রহ করে তা কলকাতায় পাঠানো হচ্ছিল। সেখান থেকে রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে হচ্ছিল। বর্ধমান মেডিকেল কলেজে খুব শীঘ্রই পরীক্ষা শুরু করা হবে এবং তাড়াতাড়ি পরীক্ষার রিপোর্ট মিলবে। ইতিমধ্যেই জেলার হাতে ২০০টি কিটও এসে পৌঁছে গেছে।

Related posts

বিদ্যালয় খোলায় অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে

E Zero Point

লকডাউনের জেরে অনাহারে মারা যেতে পারে ৩ কোটি মানুষ

E Zero Point

“খান দান ঘরে থাকুন, লুডো খেলুন, কিন্তু বাইরে বেড়োবেন না !”- পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি

E Zero Point

1 টি মন্তব্য

Rupa choudhury April 30, 2020 at 8:18 pm

good

উত্তর

মতামত দিন