24/03/2023 : 11:00 AM
অন্যান্য

লকডাউনে অন্ন সামগ্রী দান মেমারি উপ-পৌরপ্রধানের

স্টাফ রিপোর্টার, মেমারিঃ কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র যে দিন মজুরের অবস্থায় যে খারাপ তা নয় নিম্নবিত্ত মানুষের রান্না ঘরেও এবার অভাব উঁকি মারতে শুরু করেছে।
আজ মেমারি ১০নং ওয়ার্ড কাউন্সিলর তথা মেমারি পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত নেতৃত্বে প্রায় ২০০ জন পরিবারের হাতে অন্নসামগ্রীর প‍্যাকেট তুলে দিলেন। হাসপাতাল রোডে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে বিকাল থেকেই লম্বা লাইন দেখা যায়। শিক্ষক ও সমাজসেবী সৌমিত্র সামন্ত , ছাত্র নেতা মুকেশ শর্মা ও সমাজসেবী শুভেন্দু গুহ সহ ওয়ার্ডের সদস‍্যবৃন্দর সুব‍্যবস্থাপনায় মানুষ সোশ্যাল ডিসটেন্স মেনে অন্নসামগ্রী সংগ্রহ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য লকডাউনের প্রথমদিন থেকেই জনদরদী নেতা সুপ্রিয় সামন্তর পর্যবেক্ষণে প্রতিদিন অসহায় মানুষদের অন্নদানের ব‍্যাবস্থা খরা হয়েছে।

Related posts

রমজানঃ আল্লাহর ইবাদত ও মাতা-পিতার খেদমত

E Zero Point

সরকারী নির্দেশ মানুন : মেমারি পুরপিতা

E Zero Point

বর্ধমান শহরের অসহায়দের ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের অন্নসামগ্রী দান

E Zero Point

মতামত দিন