01/10/2023 : 1:57 AM
অন্যান্য

কাটোয়ায়াতে দুই ডাক্তার সহ ১৬ জনকে কোয়রান্টিনে পাঠানো হল

বিশেষ সংবাদদাতা, কাটোয়াঃ  খবরে প্রকাশ গত এপ্রিল করোনা সন্দেহে কাটোয়া মহাকুমা হাসপাতালে করোনা সন্দেহে ভর্ত্তি হন মুর্শিদাবাদের সালার থেকে এক ৭৭ বছরের বৃদ্ধ। রোগীর অবস্থার অবনতি হতে শুরু করলে কলকাতায় রেফার করে দেওয়া হয় ওই দিনই। ক্যানসার আক্রান্ত ওই ব্যক্তিকে কলকাতায় প্রথমে ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরেই বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়।

তারপরই আতঙ্ক ছড়িয়ে পরে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার মহাকুমার হৃদরোগ বিশেজ্ঞ ডাঃ সিদ্ধেশ্বর গুপ্ত সহ কাটোয়া হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স চালক সহ ১৬ জন কে কোয়রান্টিনে পাঠানো হল।

Related posts

রমজান : সেহরি ও ইফতারের অর্থ কী?

E Zero Point

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে… গল্প – পুরস্কার

E Zero Point

আমফান ক্ষতিগ্রস্তদের পাশে মেমারি শহর বিজেপি

E Zero Point

মতামত দিন