18/04/2024 : 4:35 PM
অন্যান্য

ঘর থেকে ঔষুধ কিনতে বেড়োবেন না, আমাদের হোয়াটসঅ‍্যাপ করুনঃ মেমারি পুলিশ

নূর আহমেদ, মেমারিঃ আসন্ন লকডাউনে মেমারি পুলিশের অনেক মানবিক রুপ দেখেছেন মেমারি বাসী। এবার মেমারি পুলিশের আর এক সেবামূলক মানবিক রূপে মেমারি বাসী এই লকডাউনের অবস্থায় খুবই উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

মেমারি শহরে লকডাউনের ফলে দেখা যাচ্ছে কিছু গৃহবন্দী থাকা বয়স্ক মানুষ, অসহায় মহিলা, অভিভাবকহীন রোগী, প্রতিবন্ধী মানুষ ঔষধ কিনতে বাড়ির বাইরে আসতে পারছেন না এমতাবস্থায় পূর্ব বর্ধমান জেলা পুলিশে তত্বাবধানে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নির্দেশে এ.এস.আই শান্তনু রায় চৌধুরীর নেতৃত্বে একটি মেডিকেল পরিষেবা টিম গঠন করল। ১৪ জনের এই টিমে হোমগার্ড, ভিপি, সিভিক পুলিশ তাদের হোয়াটসঅ‍্যাপে প্রেসক্রিপসনের ছবি পাঠালে  এবং ঔষধ দোকানের নাম বলে দিলে সেখান থেকেই পুলিশ কর্মীরা বাড়িতে ঔষধ পৌঁছে দেবেন বলে জানা গেছে। এই মর্মে আজ মেমারি শহরজুড়ে পুলিশ প্রচার অভিযান চালায়।

মেমারি থানার ওসি সুদীপ্ত সুদীপ্ত মুখার্জী মেমারি বাসীর কাছে আবেদন করেন লকডাউনে ঘর থেকে খুব প্রয়োজন না হলে রাস্তায় বেড়োবেন না, ঘর থেকে ঔষুধ কিনতে বেড়োবেন না, আমাদের হোয়াটসঅ‍্যাপ করুন, মেমারি পুলিশ আপানার পাশে সবসময় আছে।

জনসাধারণেপ সুবিধার্থে মেডিকেল সার্ভিসের হোয়াটসঅ‍্যাপ নম্বর দেওয়া হলঃ

এএসআই শান্তনু রায় চৌধুরী -9434670229

কন্সটেবল উত্তম দত্ত -9735959864

হোমগার্ড সঞ্জীব মন্ডল -7001305094

ভিপি হিল্লোল কুমার মল্লিক -9563903707

সিভিএফ ভুবন মোহন দে -8609407103

সিভিএফ  সৌমেন দাস -9732131462 (ওয়ার্ড ৭ ও ১০)

সিভিএফ অভিজিৎ নন্দী -8926418528 (ওয়ার্ড ৮ ও ১০)

সিভিএফ সেখ সাজাহান -8478932443 (ওয়ার্ড ৩ ও ৪)

সিভিএফ  গোপাল মান্ডি -7699941200 (ওয়ার্ড ১৫ ও ১৬)

সিভিএফ কৃষ্ণ মল্লিক -9932194490 (ওয়ার্ড ১১ ও ১৩)

সিভিএফ  উত্তম রজক -8001666654 (ওয়ার্ড ৫ ও ৬)

সিভিএফ নেতাই প্রসাদ হাজরা -9733752973 (ওয়ার্ড ১৪ ও ১২)

সিভিএফ  সেখ সাইফুল ইসলাম মল্লিক -9681800410 (ওয়ার্ড ৯ ও ১১)

সিভিএফ রাজ কুমার মান্না -8609416292 (ওয়ার্ড ১ ও ২)

Related posts

৩১ মে পর্যন্ত লকডাউন 4.0 : ‘নাইট কার্ফু’ জারি ও আন্তঃরাজ্য যানবাহন চলাচলে অনুমতি, বন্ধ থাকবে বিমান, মেট্রো পরিষেবা

E Zero Point

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে… গল্প – পুরস্কার

E Zero Point

মেমারির জুজারপুর গ্রামে পাওয়া গেল প্রাচীন নারায়ণ মূর্তি

E Zero Point

মতামত দিন