25/04/2024 : 5:57 PM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৫

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৫

আমরা আজ থেকে প্রতিদিন সকাল ১০টায় পোষ্ট করব “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা”। প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে। আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


কুইজ প্রতিযোগিতা-৪- উত্তর

প্রশ্নঃ ইরফানের স্ত্রী একজন বাঙালি যাঁর সাথে ইরফানের পরিচয় National School of Drama-তে প্রশিক্ষণ নেওয়ার সময়। তাঁর নাম কি?
উত্তরঃ – সুতপা সিকদার।

সঠিক উত্তরদাতা

ফজলুর রহমান, সালার,  মুর্শিদাবাদঅপর্ণা সূত্রধর, মুর্শিদাবাদ সোনালী সেন কাবাসি, রসুলপুর, বৈদ্যডাঙাপূর্ণিমা দাস, রসুলপুর, পূ্র্ব বর্ধমানসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানগোপা মিত্র সিংহ, মেমারি, বর্ধমানসেখ কেরামত আলি, রসুলপুর, পূর্ব বর্ধমানআব্দুল হিল শেখ, মুর্শিদাবাদসামিম হোসেন খান, কুসুমগ্রাম,  পূ্র্ব বর্ধমানডঃ সায়ন ভট্টাচার্য, ইস্ট কলকাতা টাউনশিপ, কলকাতাসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-৫

গত শনিবার (১৬/০৫/২০) বঙ্গোপসাগরে যে সাইক্লোন সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞদের মতে সেটিখুব শীঘ্রই প্রবল সামুদ্রিক ঝড়ে পরিণত হয়ে আগামী বুধবার আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলবর্তী এলাকায়। এর গতি হতে পারে ১৮০ কিমি/ঘন্টা। এই ঘূর্ণিঝড়ের নাম আমফান। নাম প্রস্তাবকারী দেশ থাইল্যান্ড। ২০০৪ সালের সেপ্টেম্বরে উত্তর ভারত মহাসাগরে উদ্ভুত ঘূর্ণিঝড়ের নামের যে তালিকা বানানো হয়েছিল আমফান তার শেষ নাম।

আজকের বিষয়ঃ উত্তর ভারত মহাসাগরে উদ্ভুত ঘূর্ণিঝড়ের নামকরণ


১। ২০০৪ সালে উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়ের নামের তালিকায় মোট কয়টি নাম ছিল?
– ৬৪

২। কোন কোন দেশ এই নামগুলি প্রস্তাব করেছিল?
– ৮ টি দেশ। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

৩। এই তালিকায় ভারতের প্রদত্ত নামগুলি কি কি?
– অগ্নি, আকাশ, বিজলী, জল, লহর, মেঘ, সাগর ও বায়ু।

৪। ভারত মহাসাগরের কোন অঞ্চলের ঝড়গুলির নামকরণ এই তালিকা থেকে হয়?
– উত্তর ভারত মহাসাগরের ৪৫ ডিগ্রি পূর্ব থেকে ১০০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যের অঞ্চল।

৫। নূন্যতম কত সময় ধরে ও কমপক্ষে কত গতিবেগ থাকলে কোনো ঘূর্ণিঝড় এই নামকরণের আওতায় আসে?
– সময়সীমা – নূন্যতম ৩ মিনিট, গতিবেগ- কমপক্ষে ৩৪ নট (৩৯ মাইল/ঘন্টা অর্থাৎ ৬৩ কিমি/ ঘন্টা)

৬। উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়গুলির নাম আরোপের দায়িত্বে কোন প্রতিষ্ঠান রয়েছে?
– India Meteorological Department (IMD)

৭। আয়লা ঝড় কত সালে হয়?
– ২০০৯, ২৬-২৭ মে।

৮। ২০১৮ সালে WMO (World Meteorological Organisation) ও UNESCAP (United Nation’s Economic and Social Commission for Asia and the Pacific) – এর ৪৫ তম সম্মেলনে উত্তর ভারত মহাসাগরে উদ্ভুত ঘূর্ণিঝড়ের নামের নতুন তালিকা তৈরি হয়। সম্মেলনটি কোথায় হয়েছিল?
– ওমান

৯। নতুন তালিকায় ১৩ টি দেশ প্রত্যকে ১৩ টি করে নাম প্রস্তাব করেছে। প্রস্তাবকারীদের তালিকায় নতুন পাঁচটি দেশ কারা?
– ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন।

১০। নতুন তালিকায় ভারত প্রদত্ত নামগুলি কি কি?
– গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীড়, প্রভঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জলধি ও বেগ।

কুইজ প্রতিযোগিতা-৫


পাঠকের জন্য প্রশ্নঃ

৩রা মে উড়িষ্যার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। বাতাসের গতি ছিল ঘন্টায় ১৮৫ কিমি। ফণী নামটি কোন দেশের দেওয়া?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

মেমারির দধীচি ফাউন্ডেশন থেকে অন্নসেবা

E Zero Point

মেমারি পৌরসভার ৫নং ওয়ার্ডে ছাত্রনেতার ঈদের শুভেচ্ছা

E Zero Point

শিশুদের নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু

E Zero Point

মতামত দিন