29/03/2024 : 1:29 AM
অন্যান্য

দাঁদুড় মান্নাত ফারর্মাস ক্লাবের ইফতার সামগ্রী প্রদান

স্টাফ রিপোর্টার, মেমারিঃ লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হয়ে গেল। ইসলাম ধর্মালম্বী মানুষদের এখন চলছে রমজান মাসের রোজা পালন। লকডাউনের মধ্যেই পালিত হবে এবছরের ঈদ উৎসব। করোনার প্রকোপে লকডাউন বিধি মেনে এবছর যেমন কোন ইফতার পার্টীর আয়োজন করা হয়নি ঠিক তেমনই রোজা পালন হচ্ছে সামাজিক দূরত্ব ও লকডাউনের বিধিনিয়ম মেনে। ইফতার খোলার পর রাতের বিশেষ নামাজও বাড়ীতেই পড়ছেন সকলেই।

গতকাল মেমারি থানার দাঁদুড় মান্নাত ফারর্মাস ক্লাবের সদস্যরা রমজান মাসের যারা রোজা রাখছেন তাদের বাড়ী বাড়ী  গিয়ে মা, বোনেদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়। প্রায় ২০০ জন পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে সকলকে ঘরে থাকতে বলেন ও রমজান মাসে লকডাউনের নিয়ম মানতে বলেন।

প্রসঙ্গত উল্লেখ্য গ্রামে কিছু কৃষক, শ্রমজীবি ও চাকুরীজীবিদের নিয়ে ২০১০ সালে স্থাপিত হয় দাঁদুড় মান্নাত ফারর্মাস ক্লাব। গত ১৭ এপ্রিল প্রায় ১০০ জন গরীব মানুষ ও বিধবাদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়েছেল ক্লাবের সদস্যরা।

 

Related posts

পবিত্র রমজান মাসে নামাজ এবং ইফতারের আয়োজন সামাজিক দূরত্ব বজায় রেখে করুনঃ কেন্দ্রীয় মন্ত্রী, মুক্তার আব্বাস নাকভি

E Zero Point

পুনের মসজিদে রমজানে নামাজ হবে না, কোয়ারেন্টাইন সেন্টার করা হল

E Zero Point

মেমারিতেও ন’টা থেকে ৯ মিনিট, মোদির ডাকে জ্বললো প্রদীপ….বাজলো শঙ্খও, সঙ্গে শব্দ বাজিও…এরপর কি হবে?

E Zero Point

মতামত দিন