12/02/2025 : 4:57 AM
অন্যান্য

গুসকরা পৌরসভার ১৫০ জন করোনাযোদ্ধাকে সম্মানিত করলেন বিধায়ক অভেদানন্দ থান্দার

সৌগত গুপ্ত, গুসকরাঃ নভেল করোনা ভাইরাস প্রতিরোধে, গুসকরা পৌরসভার ১৫০ জন করোনাযোদ্ধাকে পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করলেন এবং প্রত্যেকের হাতে জল ও টিফিন তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক, অভেদানন্দ থান্দার। উনি বললেন এই সমস্ত পৌর কর্মীরা সারা বছর ধরেই পৌর এলাকায় নাগরিক পরিষেবা দিয়ে চলেছেন । এই নভেল করোনা ভাইরাস এর ভয় কে জয় করে রাস্তা, ড্রেন ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকে শুরু করে নানা ভাবে পৌর নাগরিকদের পাশে থাকেন, তাই ওনাদের সম্মানিত করতে পেরে আমি ধন্য হয়েছি । পাশাপাশি পৌরসভার মুখ্য করনীক মধুসূদন পাল এবং এক্সিকিউটিভ অফিসার আখলিমা খাতুন বললেন বিধায়ক এর এই উদ্যোগে আমরা সকলেই অনুপ্রাণিত হলাম এবং ধন্যবাদ জানাই এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য ।

Related posts

করোনার রিপোর্ট তলব হাইকোর্টের

E Zero Point

করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগতভাবে এগিয়ে মেমারির হানিফ সেখ

E Zero Point

সম্প্রীতির আবহাওয়ায় মেমারি তাতারপুর ডাঙ্গাপাড়ায় অন্নদান

E Zero Point

মতামত দিন