30/10/2024 : 4:46 AM
অন্যান্য

মেমারি সারদাপল্লী-অরবিন্দপল্লী রিক্রিয়েশন ক্লাবের ১০হাজার টাকা অনুদান

নূর আহমেদ, মেমারিঃ আজ সকালে মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সারদাপল্লী-অরবিন্দপল্লী রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকারের রিলিফ ফান্ডে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয় মেমারি বিডিও-১ বিপুল কুমার মন্ডলের হাতে। ক্লাবের পক্ষ থেকে সেক্রেটারি পার্থসারথী কুন্ডু ও সদস্য মৃত্যুঞ্জয় কুন্ডু জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সারা দিয়ে করোনা দুর্গত দের জন্য ক্লাব তহবিল থেকে এই অর্থ অনুদান দেওয়া হয়। এছাড়াও তারা জানান করোনা পরিস্থিতিতে তারা তাদের ওয়ার্ডের মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, যাতে মানুষ গৃহবন্দী থাকেন ও খুব প্রয়োজন না হলে রাস্তা-ঘাটে বেড়োতে বারন করা হচ্ছে।

 

 

Related posts

দিল্লির তবলিঘ-ই-জামাত থেকে কে কে পশ্চিমবঙ্গে ফিরেছেন? জেলায় জেলায় চলছে খোঁজ

E Zero Point

ক্যামেরায় আর চোখ রাখবেন না বিশিষ্ট চিত্রসাংবাদিক রণজয় রায়

E Zero Point

সাধারণ ভুল যেগুলো রমজানের সময় আমরা করে থাকি – প্রথম পর্ব

E Zero Point