বিশেষ সংবাদদাতা, মেমারিঃ সোস্যাল নেটওর্য়াকের বুদ্ধিজীবিরা যাঁরা খুব পোষ্ট করছিলেন লকডাউনের ফলে অসহায় পথবাসীদের কি হবে। সেই চিন্তা ধীরে ধীরে শেষ হচ্ছে মেমারির বুকে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগ।
মেমারি দধীচি ফাউন্ডেশন সেরকমই এক সংগঠন যারা সমস্ত বিধি নিয়ম মেনে আজ থেকে মেমারি এবং আশেপাশের এলাকায় গরিব অসহায় ব্যক্তিদের সাহায্যের জন্য কাজ শুরু করেছেন সামান্য কিছু ফান্ড নিয়ে।
দধীচি ফাউন্ডেশন থেকে জানানো হয় দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে ‘দধীচি’ সংস্থা মেমারি থানার অনুমতি নিয়ে মেমারির গরীব মানুষদের জন্য একটি রিলিফ ফান্ড তৈরি করতে চলেছে ।থানার নির্দেশে স্বেচ্ছাসেবকরা দিনের বেলায় খাবারটা জোগাড় করবে আর রাতে অন্য বন্ধুরা যারা কাজ করছে তাদেরকে সাধ্যমত সাহায্য করা হবে।
ফান্ডের তহবিল সংগ্রহ করবে : পুষ্পেন্দু সামন্ত । ফান্ডের অর্থ Google Pay বা Phone Pay এর মাধ্যমে দিতে পারেন ।
Google Pay বা Phone Pay এর নং : 9563601962 । এছাড়ও মাস্ক/স্যানিটাইজার/গ্লাভস বানিয়ে বা কিনে দিতে পারেন।
**************************************************************************************
- জিরো পয়েন্ট সংবাদ পত্রের অনলাইন নিউজ পোর্টাল www.ezeropoint.net
- আপনার এলাকার সংবাদ ছবিসহ আমাদের ইমেইল newszeropoint@gmail.com
- ওয়াটস্অ্যাপ করুন ৯৩৭৫৪৩৪৮২৪
- রাজ্যের জেলাভিত্তিক ও ব্লকভিত্তিক সাংবাদিক প্রয়োজন, যোগাযোগ করুন জিরো পয়েন্ট-এর সাথে।
**********************************************************************************