নিজস্ব সংবাদ, মেমারিঃ আজ সকালে মেমারি পৌরসভার পুরপিতা স্বপন বিষয়ী মেমারি শহরে নিজে পরিদর্শন করেন এবং নিত্যপ্রয়োজনীয় দোকানে ক্রেতা-বিক্রেতারদের সাথে বার্তালাপ করে সকলকে সচেতন করেন। বিধি অনুসারে দূরত্ব রেখে কেনা কাটা করতে বলেন। সচেতনতার লক্ষ্যে তিনি প্রত্যেক ব্যবসাদারকে বোঝান। দোকানের সামনে ক্রেতাদের দাঁড়ানোর জন্য নির্দিষ্ট বৃ্ত্ত এঁকে দেন। মেমারি ষ্টেশনবাজারের সন্নিকটে মানুষের হাত ধোওয়ার জন্য একটি জলের ট্যাঙ্কের বন্দোবস্ত করে দেন।
তিনি মেমারি পৌরসভার প্রত্যেক নাগরিককে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করেন। এই মহাসঙ্কটের সকলে যেন সজাগ থাকেন।
জনসচেতনতার জন্য গন্ডী টেনে দেওয়া হচ্ছে পৌরসভা থেকে। ছবিঃ রাহুল শু