04/06/2023 : 9:32 PM
অন্যান্য

করোনা পজিটিভ : মেমারি পাহাড়হাটীর ক্যানেল পুল এলাকা সীল করা হল

নূর আহমেদ, মেমারিঃ করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর মেমারি থানা থেকে মেমারি পাহাড়হাটীর ক্যানেল পুল এলাকা সীল করা হল। উক্ত এলকাকে এবর কনটেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হবে বলে প্রশাসনিক মহল থেকে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রকাশ থাকে যে,  পাহাড়হাটীর ক্যানেল পুল এলাকার বাসিন্দা ৫৭ বছর বয়সী এক মহিলা প্রথমে বর্ধমানের ক্যামরী হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে তিনি কলকাতার ঢাকুরিয়া অ্যামরি হাসপাতালে চিকিৎসাধীন এবং সেখানেই তার করোনা পজিটিভ ধরা পড়ে। এলাকায় এই ব্যাপারে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে।

*পূর্বে কলকাতার মুকুন্দপুর আমরি হসপিটাল এর কথা উল্লেখ ছিল অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।

Related posts

লকডাউনে অচেনা মুখঃ মঙ্গলকোটে ময়নার জীবন সংগ্রাম

E Zero Point

লকডাউনে অন্ন সামগ্রী দান মেমারি উপ-পৌরপ্রধানের

E Zero Point

প্রত্যেক জেলায় নোডাল অফিসার নিয়োগ করলেন, করোনা পরিস্থিতির মোকাবিলা নজরদারি করতে

E Zero Point

মতামত দিন