সুব্রত চক্রবর্তী, জামালপুরঃ করোনার করাল গ্রাসে লকডাউনের পরিবেশে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর ব্লক নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে এলাকার নিম্নবিত্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী দান করলেন। প্রায় ৮০০ দরিদ্র পরিবারের হাতে দেওয়া হল খাদ্য সামগ্ৰী। গত ১০ মে জামালপুর ব্লকের আঝাপুর ২নং জাতীয় সড়কের ওভার ব্রীজের নীচে অনুষ্ঠিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার এসডিপিও আমিনুল ইসলাম খান, জামালুপরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ওসি পুষ্পেন্দু জানা, সভাপতি মেহমুদ খান, কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক, তৃণমূল নেতা প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা।
জামালপুর ব্লক নাগরিক জনকল্যাণের সভাপতি মেহমুদ খান জানান যে, যতদিন লকডাউন চলবে ততদিন ধারাবাহিক ভাবে খাদ্যসামগ্রী দান কর্মসূচী গ্ৰহণ করা হবে। উক্ত অনুষ্ঠানে এক স্থানীয় ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা চেক তুলে দেন ব্লক উন্নয়ন আধিকারিকের মাধ্যমে ।