তন্ময় পালিত, জৌগ্রামঃ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গত ১০ মে পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার জৌগ্রাম অঞ্চলের এলাকায় অসহায় দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। বিজেপির পক্ষ থেকে হরিহর রায় জানান যে, করোনা মহামারী থেকে দেশবাসীকে বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লকডাউন ঘোষণা করেছেন, যার কোন বিকল্প নেই কিন্তু ভারতের মত জনবহুল দেশে দিনমজুরদের যে সমস্য হচ্ছে তার সমাধানের জন্য কেন্দ্র সরকার থেকে রেশন, জনধনযোজনায় মহিলাদের অ্যাকাউন্টে ৫০০ টাকা ও উজালা গ্যাস ফ্রি দেওয়া হচ্ছে। তার পরেও দায়িত্বশীল নাগরিক হিসাবে জামালপুর বিধানসভার জৌগ্রাম অঞ্চলের বিজেপি থেকে আমরা সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট