25/04/2024 : 6:27 AM
অন্যান্য

মেমারির সিমলা গ্রামের ২৫০ দুঃস্থ মানুষকে ত্রাণ বিলি

নূর আহামেদ, মেমারিঃ গত ১৭ মে মেমারি দুর্গাপুর অঞ্চলের সিমলা গ্রামে তারামা ইলেকট্রনিক্স ও ফার্ণিচারের উদ্যোগে ২৫০ অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও লকডাউনের প্রথমদিন থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র মানুষের হাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

তারামা ইলেকট্রনিক্স ও ফার্ণিচারের মালিক তুফান ঘোষ জানান যে, সিমলা গ্রামের হেমরাজ প্রাথমিক বিদ্যালয়টি তার দাদু স্থাপন করেছিলেন, তাঁরই স্মৃতি উদ্দেশ্যে এই ত্রাণ শিবির আয়োজন করা  হয়েছে। তিনি বলেন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নির্দেশে বুদ্ধদেব ঘোষ, হিল্লোল মল্লিকের সহযোগিতা তিনি এই কর্মকান্ড করতে সক্ষম হয়েছেন। এলাকার বিভিন্ন সিভিক পুলিশ তাকে সুষ্ঠভাবে ত্রাণ বিলি করার ক্ষেত্রে সহায্য করছেন ।

Related posts

মোটু আর পাতলুর সাথে লক্ষীর জন্মদিন পালন করল বীরভূম জেলা পুলিশের “মাতৃ স্নেহ” দল

E Zero Point

শব্দ নোলক : মঞ্জুশ্রী মন্ডল ও অমিতাভ মুখার্জী

E Zero Point

মেমারি উপ-পৌরপ্রধান চকদিঘীমোড়ের বাসকর্মীদের আর্থিক সাহায্য দিলেন

E Zero Point

মতামত দিন