20/09/2023 : 11:24 AM
অন্যান্য

এবার পূ্র্ব বর্ধমানের কেতুগ্রামের এক মহিলার করোনা পজিটিভ : মহিলা করোনা হেল্প লাইনের কর্মী

বিশেষ সংবাদদাতা, কেতুগ্রামঃ গতকাল সকালে মেমারির পাহাড়হাটীর পর, রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের এক মহিলার করোনা পজিটিভের রিপোর্ট আসে। কলকাতা থেকে তিন দিন আগে কেতুগ্রাম এসেছিলেন, পেশায় তিনি করোনা হেল্প লাইনের কর্মী।

কেতুগ্রাম ১ ব্লকের বাদশাহী রোডের পালিটা অঞ্চলের রতনপুর গ্রামের বাসিন্দা হলেও কলকাতার রাজারহাটে কর্মসূত্রে থাকতেন । জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৯ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে এবং ১০ তারিখ ফের পরীক্ষা করানো হলেও রিপোর্ট আসার আগেই বাড়ি  ফিরে আসেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) প্রণব রায় জানান, ওই মহিলার সংস্পর্শে আসা  পরিবারের তিন জনকে বর্ধমানের কোয়ারিন্টনে পাঠানো হয়েছে ও এছাড়াও ওই মহিলার সংস্পর্শে আর কারা এসেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

রাতেই ওই গ্রামে বাঁশের ব্যারিকেড দেওয়া শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামটিকে ২১ দিনের জন্য কনটেন্টমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হল ও গ্রামের মধ্যে আসা-যাওয়া সম্পূর্ণ নিষেধ করা হল। করোনা আক্রান্ত  মহিলাকে দুর্গাপুরের সনোকা করোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

Related posts

আন্তর্জাতিক নার্স দিবসে নার্স সহ স্বাস্থ্য কর্মীদের সম্মানিত করা হল গুসকরায়

E Zero Point

মেমারির দধীচি ফাউন্ডেশন থেকে অন্নসেবা

E Zero Point

মহারাষ্ট্রের পর বিহার, করোনায় প্রাণ গেল ৩৮ বছরের তরুণের, ভারতে মোট ৬ জন

E Zero Point

1 টি মন্তব্য

Aruni Chandra May 13, 2020 at 1:23 pm

Good Job

উত্তর

মতামত দিন