27/04/2024 : 12:18 AM
অন্যান্য

নিমো-২ পঞ্চায়েতের সলদা গ্রামে দিনমজুরের পাশে সিপিআইএম

নূর আহামেদঃ একদিকে করোনার আতঙ্ক, অন্যদিক আমফানের তান্ডব – দ্বিমুখী আক্রমনে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত। আজ নিমো-২ গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সলদা গ্রামের সিপিআইএম নেতা মইনুল হল মল্লিকের প্রচেষ্টায় ৫৩ জন দিনমজুরের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।

সিপিআইএম-এর মহেশডাঙ্গা শাখার তত্ত্বাবধানে এই কর্মসূচীতে সামাজিক দূরত্ব বিধি মেনে সকলের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। উক্ত সেবামূলক কার্যে উপস্থিত ছিলেন মেমারি -১ পশ্চিম এরিয়া কমিটির সি.আই.টি.ইউ.-এর সাধারণ সম্পাদক পীযুষ বিশ্বাস, সিপিআইএম নেতা কৃশানু ভদ্র, বাম ছাত্র নেতা তারক মন্ডল সহ অন্যান্য কর্মীবৃন্দ এবং সিপিআইএম নেতা মইনুল হল মল্লিকের পরিবার বর্গ।

Related posts

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : তৃতীয় পর্ব (দুপুর-২ টা)

E Zero Point

লকডাউনে অচেনা মুখঃ মঙ্গলকোটে ময়নার জীবন সংগ্রাম

E Zero Point

করোনায় আক্রান্ত হয়েই কি মৃত্যু, বিভ্রান্তি দূর করতে পাঁচ সদস্যের কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য দফতর

E Zero Point

মতামত দিন