নূর আহামেদ, মেমারিঃ রমজান মাসের শেষের দিকে, ইসলাম ধর্মালম্বী মানুষ প্রস্তুত লকডাউনের মাঝে এক অন্য ধরনের ঈদের জন্য। আজ মেমারি ৩ নং ওয়ার্ডে দক্ষিণ মেমারি সুলতানপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং মেমারি পৌরসভার প্রাক্তন উপ-পুরপিতা সুপ্রিয় সামন্তর সহযোগিতায় আজ ১০০জন দুঃস্থ রোজদারদের মধ্যে ঈদের বস্ত্র বিতরণ করা হল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানপুর মসজিদের ইমামসাহেব আব্দুল কালাম, মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত, যুব তৃণমূল বর্ধমান জেলার সহসভাপতি মুকেশ শর্মা, সমাজসেবী শুভেন্দু গুহ, দক্ষিণ মেমারি সুলতানপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি সেখ সাইফুল ইসলাম, সম্পাদক সেখ সফিক, কোষাধ্যক্ষ সেখ সাবির ও ক্লাবের অন্যান্য সদস্যরা।