ব্রততী ঘোষ আলি, সুরাতঃ করোনার প্রকোপ সারা বিশ্বজুড়ে। গুজরাতে এখনও পর্যন্ত ৪৩ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। গুজারাতের ডায়মন্ড সিটি সুরাত এখন গৃহবন্দী। শহরের উপকন্ঠে ডিনডোলী জোনে সারা বছর ধরে বস্তির বাচ্চাদের লেখাপড়া করানো হয় স্থানীয় ভরারী ফাউন্ডেশন নামক এক সংস্থার মাধ্যমে। লকডাউনের পরিস্থিতে বস্তির মজুরদের কাজকর্ম সম্পূর্ণরূপে বন্ধ। স্বাভাবিক সময়ে তাদের বাচ্চারা আধপেটা খেয়ে থাকে। এই পরিস্থিতিতে ভরারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অন্যতম সমাজসেবী শিক্ষক নীতিন উদ্দ্যোগে মুস্কান স্কুলের স্বেচ্ছাসেবীবৃন্দ, মানবসেবা ও গো-সেবা ট্রাষ্ট, সুসমাজ ওয়েলফেয়ার ট্রাস্ট, রাজপুত সমাজ ও পুলিশ ইনস্পেক্টর মি. সোলাঙ্কীর সহযোগিতায় প্রতিদিন বস্তির বাচ্চা ও অভিভাবকদের খাওয়ানো হবে। এছাড়াও মাস্ক বিতরণ করা হবে।