সংবাদ সংস্থাঃ সারা বিশ্ব জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। কিভাবে এই ভাইরাসের হাত থেকে মুক্তি সম্ভব, তার উত্তর খুঁজছে মানুষ। এরই মধ্যে জাপানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ লাখ মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে দেশের সংবাদ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, জরুরি ব্যবস্থা না নিলে চরম পরিণতির দিকে যেতে পারে জাপান। বর্তমানে জাপানে করোনার চিত্রটা কেমন? করোনাভাইরাসের উপসর্গ থাকা মানুষদেরই শুধু করোনা পরীক্ষা করে থাকে জাপান। এখন পর্যন্ত সে দেশে ৯ হাজার আক্রান্ত শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছে প্রায় ২০০ মানুষ। ইতিমধ্যেই জাপান সরকার জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও ব্যবসায়িক কাজকর্ম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। তবে এখনও এব্যাপারে খুব বেশি কড়াকড়ি বা জরিমানা ব্যবস্থা চালু করা হয়নি বলে জানা গিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এরইমধ্যে ১ ট্রিলিয়ন ডলার সমমানের অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। এরমধ্যে মহামারি পরিস্থিতিতে যে পরিবারগুলোর উপার্জন একেবারে বন্ধ হয়ে গেছে তাদের ৩ লাখ ইয়েন করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট