সংবাদসংস্থাঃ করোনায় কাঁপছে সারা দেশ। যে যেমন ভাবে পারছে সাহায্যে এগিয়ে আসছে। এবার এগিয়ে এলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দ্রা আর্ডেন। বুধবার তিনি ঘোষণা করেন, আগামী ছয় মাস তিনি ২০ শতাংশ বেতন কম নেবেন। তবে প্রধানমন্ত্রীর পাশাপাশি জাসিন্ডার মন্ত্রিসভার অন্য সদস্যরাও আগামী ছয় মাস ২০ শতাংশ কম বেতন নেবেন। সরকারি খাতের বড় বড় কর্মকর্তা ও অন্য রাজনীতিকদের বেতনও কাটা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য করোনার জেরে সারা বিশ্ব ক্রমেই আর্থিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে, সেই মন্দার হাত থেকে নিউজিল্যান্ডকে বাঁচাতে এটা একটা উদ্যোগ বলে মনে করা হচ্ছে। নিউজিল্যান্ডে ১ হাজার ৩৮৬ জন আক্রান্ত আর মৃত্যু হয়েছে ৯ জনের। বিদেশিদের জন্য গত ১৯ মার্চ সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। ২৩ মার্চ থেকে চার সপ্তাহের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী জাসিন্দ্রা আর্ডেন। এই সময়ে কেবলমাত্র মুদি দোকানে এবং আশেপাশে ব্যায়াম ছাড়া অন্য কোথাও যেতে নাগরিকদের যাতায়াতে বাধা আরও করা হয়।
পূর্ববর্তী পোস্ট