09/12/2023 : 1:56 PM
অন্যান্য

মেমারি ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রে অভিযান

স্বদেশ মজুমদার, মেমারিঃ মেমারি ১ পঞ্চায়েত সমিতি থেকে জন্য মেমারি ১ ব্লকের দলুইবাজার ২, গন্তার ১, ২, নিমো ২ , বাগিলা , দেবীপুর, দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও উপ স্বাস্থ্যকেন্দ্রে বিশ্বমহামারী করোনা ভাইরাস নিয়ে সচেতনতার জন্য অভিযান চালান। কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদজ্ঞাপন ও মনোবল বাড়তে তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস ও সহ সভাপতি সেখ মোয়াজ্জেম জানান যে, জীবনের ঝুঁকি নিয়ে যেসকল স্বাস্থ্যকর্মীরা কাজ করে চলেছেন তাদের সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস, স‍্যানিটাইজার তুলে দেওয়া হয়।

Related posts

প্রধানমন্ত্রী ১৬ই জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের সূচনা করবেন

E Zero Point

সুরাত প্রবাসী বাঙালির সাংস্কৃতিক মুখ অরুময় শেঠ-এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

E Zero Point

বিআরও জওয়ানরা কোবিড-১৯এর ভয় উপেক্ষা করে সেতু নির্মাণ করছে

E Zero Point

মতামত দিন