স্টাফ রিপোর্টার, বর্ধমানঃ বর্ধমান পৌরসভার ২ নং ওয়ার্ডের সুভাষ পল্লীর এক মহিলা স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হলেন। গতকাল রাতে তিনি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যাওয়ার পর তার করোনা ধরা পড়ে। ৪৩ বছরের এই মহিলা স্বাস্থ্যকর্মীকে আজ দুর্গাপুর সনোকা হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতিমধ্যে তার পরিবারের ৫ জন ও তার সংস্পর্শে আসা ৯ জন ব্যক্তিকে কোয়ারিন্টনে রাখা হয়েছে। সংবাদ সূ্ত্রে জানা গেছে তিনি কলকাতার এক সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মী এবং তিন দিন আগে কলকাতা থেকে বাড়ি ফেরেন।
জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, যে গাড়িতে এসেছে তা বিদ্যুৎ দপ্তরের গাড়ি। বর্ধমানের বাদামতলায় বিদ্যুৎ দফতরের কর্মরত তার স্বামীর অফিসও সিল করা হয়েছে। উক্ত গাড়িতে যাতায়াত করেছে এমন চার ব্যক্তিকেও কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। বর্ধমানের সুভাষপল্লী এলাকা পুরোপুরি সিল করা হয়েছে এবং পুলিশ ড্রোনের মাধ্যমে গোটা এলাকার উপর নজরদারী রাখছেন।