02/11/2024 : 7:51 PM
অন্যান্য

অরণ‍্যদেব কথা-২

অরণ‍্যদেব কথা-২


অনেকেই নিজের অতিতের ভুল গুলির কথা ভেবে আফসোস করেন । করাটাই স্বাভাবিক, অপরকে আপনার অতীত যতই সাজিয়ে গুছিয়ে ইমোশনাল ড্রামা সিনেমার মতো বলেন না কেন, আপনি জানেন আপনি কি কি ভুল করেছেন এবং সেই ভুলের মাসুল আপনাকেই গুনে যেতে হচ্ছে ।  শিক্ষক এবং ছাত্রের মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই । ছাত্র ক্লাস সিক্সের অঙ্কে ভুল করলেও শিক্ষক করেন না কারন শিক্ষক সেই সময় সেই ক্লাস সিক্স পেরিয়ে এসেছেন । অতিতের আপনি আর এখনের আপনি আলাদা মানুষ, অতীতের আপনি ছাত্র আর এখনকার আপনি সেই ছাত্রের শিক্ষক । যে শিক্ষক অনায়াসেই ছাত্রের খাতা দেখে এক বা একাধিক ভুল ধরে ফেলতে পারেন । বর্তমান বাজারে সরকারি স্কুলে শিক্ষকতা পাওয়া চাপের হলেও আপনি আপনার বর্তমানের শিক্ষক হয়ে উঠতে পারেন এবং ভবিষ্যতকে আরো আনন্দময় গড়ে তুলতে পারেন । ভালো থাকুন ।

Related posts

এবার গলসীতে এক মহিলা করোনা পজিটিভ, পূর্ব বর্ধমানে একদিনে ২ জন

E Zero Point

অসহায় মানুষের পাশে ফেডারেল ব্যাঙ্ক

E Zero Point

রোজ সকালে থানকুনি খান-সুস্থ থাকুন

E Zero Point

মতামত দিন