25/03/2025 : 4:37 AM
অন্যান্য

মেমারি পৌরসভা থেকে ৪০৭ জনকে জি.আর. চাল বিতরণ

স্টাফ রিপোর্টার, মেমারিঃ পূর্ব বর্ধমান জেলা থেকে প্রাপ্ত সরকারী জি.আর. ২ মেট্রিক টন চাল বিনামূল্যে মেমারি পৌরসভা থেকে তুলে দেওয়া হল আজ। পুর প্রধান স্বরন বিষয়ী নিজে ৫ কিলো করে চাল ৪০৭ জন দরিদ্র মানুষের হাতে তুলে দিলেন। মেমারি পৌরসভার ১৬টি ওয়ার্ডের ৩৭টি বুথ থেকে ১১জন করে দরিদ্র মানুষ এই সরকারী চাল বিনামূল্যে দেওয়া হয়।

Related posts

আমফানঃ পূর্ব বর্ধমানে ৩৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

E Zero Point

সামাজিক দূরত্বের বিধি মেনে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ মেমারি কলেজ পাড়ায়

E Zero Point

পূর্ব বর্ধমান জেলাতে প্রথম করোনার পজিটিভ কেস, জানালেন জেলাশাসক বিজয় ভারতী

E Zero Point