13/09/2024 : 3:27 AM
অন্যান্য

বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকের করোনা আক্রান্ত নিয়ে ভুয়ো পোস্ট করায় গ্রেফতার মহিলা

গোটা দেশ জুড়ে করোনা আতঙ্ক। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এমন কিছু পোস্ট করেন, যার ফলে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক টা আরও বেড়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, করোনাভাইরাস নিয়ে ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার একটি পোস্ট ভাইরাল হয়। বেলেঘাটা আইডি-র চিকিৎসক যোগীরাজ নাকি করোনা আক্রান্ত। এই খবরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যবাসী। বিশেষ করে কলকাতার বাসিন্দারা বেশি আতঙ্কিত হয়ে পড়েন। কারণ এই হাসপাতালেই করোনায় আক্রান্ত আটজনের চিকিৎসা হচ্ছে৷ তাই অনেকেই খবরটি বিশ্বাস করেছিলেন৷ পরে স্বাস্থ্য দপ্তর খবরটি ভুয়ো বলে জানানোয় আপাতত স্বস্তিতে শহরবাসী।এক মহিলা শুক্রবার গভীর রাতে এই পোস্টটি করেছিলেন। লালবাজার সাইবার ক্রাইম ওই মহিলাকে গ্রেফতার করে। এই ধরণের গুজব ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটারের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতেই বেশি ছড়াচ্ছে। রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হননি। তাঁরা সারা রাজ্যে সংশ্লিষ্ট হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিজ নিজ দায়িত্ব নিরলস ভাবে পালন করে চলেছেন।

Related posts

রোজ সকালে থানকুনি খান-সুস্থ থাকুন

E Zero Point

লকডাউনে মেমারি সম্মিলনীর মধ্যাহ্নভোজন

E Zero Point

উত্তরবঙ্গে প্রথম মৃত্যু ভাইরাসে আক্রান্ত মহিলার | রাজ্যে আক্রান্ত ২২, মৃত-২ | দেশে আক্রান্ত-১১৬০ মৃত-৩১

E Zero Point