21/09/2023 : 9:30 PM
অন্যান্য

ফেসবুকে করোনা নিয়ে ভুয়ো খবর পোস্ট করে, ফালাকাটার এক যুবক গ্রেফতার

করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে শ্রীঘরে গেলেন এক যুবক।এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়।সোশ্যাল মিডিয়ায় ভুল বার্তা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফালাকাটা জুড়ে। জানা গিয়েছে, ওই যুবক বীরপাড়ার তুলসিপাড়া চা বাগানের একজন ব্যক্তির ছবি পোস্ট করে, সে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ফেসবুকে লেখে।এই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ফালাকাটায়। পোস্টটি প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের নজরে এলে তারা নড়েচড়ে বসে,সারাদিন খোঁজাখুঁজি করে ওই যুবকের বাড়ি চিহ্নিত করে ফালাকাটা থানার পুলিশ, তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।তবে তুলসিপাড়া চা বাগানের ওই বাসিন্দা করোনা আক্রান্ত কি না তা জানাতে রাজি হয়নি স্বাস্থ্য দপ্তর।ওই যুবককে রবিবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে।

Related posts

রসুলপুরের অসহায় মানুষের পাশে সাহেববাগান সবুজ সংঘ

E Zero Point

আগামী কাল রমজান মাসের শেষ রোজাঃ চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার

E Zero Point

শোভনকে একঘরে করতেই তুঘলকি সিদ্ধান্ত!

E Zero Point

মতামত দিন