স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনার আতঙ্ক এবার গ্রাস করল মেমারি শহরকে। মেমারি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোমেশ্বর তলার বাসিন্দা রিষভ ঘোষ করোনা আক্রান্ত হলেন।
সূত্রে জানা গেছে কয়েকদিন আগেই লিভারের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। মাঝে তার একবার নমুনা সংগ্রহ করা হয়। যদিও সেই নমুনা নেগেটিভ আসে।
এর পর ৬ মে তার নমুনা সংগ্রহ করে তাকে ছুটি দেওয়া হয়। আজ সেই নমুনার রিপোর্টে পজিটিভ ধরা পরে। এরপর পুরো এলাকা সিল করে দেয় মেমারি থানার পুলিশ এলাকায় চলছে পুলিশি টহল। ইতিমধ্যেই পরিবারের ৫ জনসহ অ্যাম্বুলেন্স চালককে কোয়ারেনটাইন সেন্টারে পাঠানো হয়েছে।
আক্রান্তকে দুর্গাপুরের সনাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর আক্রান্তের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংস্পর্শে কারা এসেছিল তাদের তালিকা তৈরি করছে।
1 টি মন্তব্য
red jon chai