07/06/2023 : 9:45 PM
অন্যান্য

মেমারিতে করোনা বিপর্যয়ে টিম প্রয়াস-এর অন্নদান

বিশেষ সংবাদদাতা, মেমারিঃ সারা বিশ্ব জুড়ে যখন মারন করোনা ভাইরাসের সংক্রমণ মানৱ জীবনকে বিপর্যস্ত করে তুলেছে তখন ভারত বর্ষের মত দেশে ও কেন্দ্র ই রাজ্য সরকার মানুষের পাশে থাকার যে মানবিক উদ্যোগ সমূহ গ্রহণ করেছে তা প্রশংসার দাবী রাখে। একই সাথে এই দুর্দিনে সামাজিক প্রতিষ্ঠান গুলিও তার দায় এড়িয়ে যেতে পারেনা। রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার পাশাপাশি নিজ উদ্যোগেও কিছু সামাজিক কাজে নিয়োজিত করতে হয়। সমাজের প্রতি এই দায়বদ্ধতা থেকেই মেমরিতে বিগত ৫৫ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করা সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা “প্রয়াস” নিজেদের চেনাজানা যেসমস্ত মানুষ দৈনিক মজুরিতে কাজ করতেন, রিক্সা চালাতেন,ঝালমুড়ি-ফুচকা বিক্রি করতেন এরকম অসহায় মানুষ যারা দেশের প্রয়োজনে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়েছেন তাদের খাদ্য দ্রব্যের যোগান দেওয়ার জন্য পরিবার পিছু ১০ কেজি চাল, ৫কেজি আলু, ৫০০ গ্রাম ডাল,১কেজি মুড়ি এবং হাত ধোয়ার জন্য একটি সাবান পৌঁছে দেয়। অন্তত ৫০ টি পরিবারের কাছে এই সহযোগিতা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রয়াস এই কাজ শুরু করেছে। আগামী কয়েকদিন সমস্ত সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে এই কাজ করবে। টিম প্রয়াসের সম্পাদক মহম্মদ বসির শেখের নেতৃত্বে দীপ্ত পাল, সাবর্ন দাস, শাহাজাদা আলম, অজয় সাহানি,সুমন্ত ঘরুই,শান্তনু মন্ডল, ভরত পাসওয়ান, মুসকান আহম্মেদ প্রমুখ ২-৩জনের গ্রুপ করে বাড়ি বাড়ি এই সাহায্য পৌঁছে দিচ্ছে।

Related posts

মেমারির পারিজাতনগর-উদয়পল্লীতে বহিরাগতের প্রবেশ নিষেধ

E Zero Point

প্রতি বছর ঋতু পরিবর্তনের সময় ফিরে আসতে পারে করোনা, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

E Zero Point

অবশেষে আজ থেকেই লকডাউন হল মেমারি ও গুসকরা পৌর শহর

E Zero Point