29/03/2024 : 4:49 AM
অন্যান্য

কাল বিকাল থেকে ৪ দিনের জন্য কলকাতা সহ বিভিন্ন জেলা শহরে লকডাউন

করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ২৩টি জেলা সদরে লকডাউনের সিদ্ধান্ত ৷ ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা, পুর পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্যাব, চশমার দোকান ৷ চালু থাকবে পাউরুটি, দুধ ও জল সরবরাহ ৷ খোলা থাকবে রেশন দোকান, ফল-মাংস-মাছ-সবজি বাজার, পেট্রোল পাম্প ৷ মিলবে রান্নার গ্যাস, বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরিষেবা, নিকাশি পরিষেবা ৷ স্বাস্থ্য সেবা, পুলিশ ও সেনা লকডাউনের আওতার বাইরে ৷ এমনকী টেলিকম, ব্যাঙ্ক, এটিএম পরিষেবা, ইন্টারনেট, আইটি এবং ই-কর্মাস পরিষেবা লকডাউনের আওতার বাইরে ৷ খাবারের হোম ডেলিভারিও লকডাউনের আওতার বাইরে তাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ৷

সোমবার বিকেল চারটে থেকে পাঁচদিন লকডাউন কলকাতা সহ ২৩ জেলা সদর ৷ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে,  কোনও গণপরিবহন অর্থাৎ বাস, ট্যাক্সি, অটো চলবে না ৷ সাতজনের বেশি কোনও জমায়েত চলবে না ৷ খুব প্রয়োজনীয় দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরতে পরামর্শ রাজ্য সরকারের ৷ বন্ধ রাখতে হবে সমস্ত দোকান, অফিস, কলকারখানা ৷ নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার ৷ বার বার এই কয়েকদিন সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়েছে ৷

Related posts

মেমারি মাঝেরপাড়া ক্লাবে অন্নসামগ্রী দান

E Zero Point

‘আয়লা’র অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেনঃ মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন প্রাক্তণ মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়

E Zero Point

তৃণমূল গরীব ক্ষেতমজুের বেকার সন্তানদের লেঠেল করে তুলেছেঃ প্রাক্তণ সাংসদ শাহীদুল হক

E Zero Point