মেমারিতে নভেল করোনা সচেতনতায় প্রশাসনিক বৈঠক
স্বদেশ মজুমদারঃ করোনা পরিস্থিতির উপর নজরদারী করার জন্য আজ মেমারি বিডিও অফিসে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা কর্মসূচির আয়োজন হয়।

মেমারি-১ বিডিও বিপুল কুমার মন্ডল মেমারিবাসীর কাছে আবেদন করেন শহরে মার্কেট শাটডাউনের যে গুজব রটেছে তা থেকে সর্তক থাকতে বলা হয়েছে। মেমারিতে করোনা ধরা পড়েছে-এই সমস্ত গুজবে কান না দিতে৷ সকলকে স্বাস্থ্য সচেতন ও সরকারী বিধি পালন করতে অনুরোধ করেছেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মেমারি-১ বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ। মেমারি-১ পঞ্চয়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি মোয়ােজ্জেম হোসেন। মেমারি হাসপাতালের বিএমএইচও, মেমারি থানার সাব ইনস্পেক্টর সঞ্জয় কুমার সিং।