05/12/2023 : 8:38 PM
অন্যান্য

গুজবে কান দেবেন না, স্বাস্থ্য সচেতন থাকুনঃ মেমারি বাসীর কাছে আাবেদন করলেন বিডিও বিপুল কুমার মন্ডল

মেমারিতে নভেল করোনা সচেতনতায় প্রশাসনিক বৈঠক

স্বদেশ মজুমদারঃ করোনা পরিস্থিতির উপর নজরদারী করার জন্য আজ মেমারি বিডিও অফিসে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা কর্মসূচির আয়োজন হয়।

মেমারি-১ বিডিও বিপুল কুমার মন্ডল

মেমারি-১ বিডিও বিপুল কুমার মন্ডল মেমারিবাসীর কাছে আবেদন করেন শহরে মার্কেট শাটডাউনের যে গুজব রটেছে তা থেকে সর্তক থাকতে বলা হয়েছে। মেমারিতে করোনা ধরা পড়েছে-এই সমস্ত গুজবে কান না দিতে৷ সকলকে স্বাস্থ্য সচেতন ও সরকারী বিধি পালন করতে অনুরোধ করেছেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মেমারি-১ বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ। মেমারি-১ পঞ্চয়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি মোয়ােজ্জেম হোসেন। মেমারি হাসপাতালের বিএমএইচও, মেমারি থানার সাব ইনস্পেক্টর সঞ্জয় কুমার সিং।

 

Related posts

লকডাউনে মুখোমুখিঃ মেমারি শহরের চিরপরিচিত গুটেন দা

E Zero Point

করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক খবর | সংবাদমাধ্যমকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

E Zero Point

করোনা ভাইরাস মোকাবিলায় রাষ্ট্র ও সরকারের সাথে আমাদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ

E Zero Point