30/10/2024 : 3:58 AM
অন্যান্য

সব দোকান-বাজার খোলা থাকবে, গুজব ছড়ালে কড়া ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

করোনায় আতঙ্কিত গোটা বিশ্ব৷ করোনাকে ইতিমধ্যেই মহমারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ সতর্ক ভারতও৷ এখনও শতাধিক রোগীর শরীরে করোনা ভাইরাস মিলেছে৷ মারা গিয়েছেন চার জন৷ পশ্চিমবঙ্গ সরকারও সতর্ক৷ ইতিমধ্যে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি তরফে৷ যদিও বিদেশ থেকে আসা এক যুবকের শরীরে মঙ্গলবার করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে৷ এই পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ে নানা মুনির নানা মত শোনা যাচ্ছে৷ এর কোনওটা সঠিক৷ কোনওটা আবার নেহাতই গুজব৷ কিন্তু কোনটা গুজব আর কোনটা সঠিক, তা বুঝে ওঠার আগেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে যাচ্ছে ওই তথ্য৷ ফলে এই বিষয়ে রাশ টানতে এবার আসরে নামল কলকাতা পুলিশ৷ ট্যুইটারে কলকাতা পুলিশের কমিশনার এই সতর্কবার্তা দিয়েছেন৷ লিখেছেন, ‘‘অনুরোধ, সত্যতা যাচাই না করে করোনা সংক্রান্ত মেসেজ ফরওয়ার্ড করবেন না৷ সোশ্যাল মিডিয়ায় আমরা এ ধরনের পোস্টের উপর নজর রাখছি৷ যাঁরা মিথ্যে খবর/গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷’

▪মার্কেট শাট ডাউনের গুজবের ক্ষেত্রেও সকলকে সচেতন করছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে বৈঠকে জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত গুজবে কান না দিতে৷ আইসিডিআর-এর প্রকল্পের পর্যাপ্ত চাল রয়েছে৷ আরও জানিয়েছেন যে সীমান্ত সিল থাকলেও পণ্য জোগার বন্ধ হবে না৷

Related posts

আমফানঃ পূর্ব বর্ধমানে ৩৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

E Zero Point

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী দিল্লিতে নবম এবং দশম শ্রেণীর জন্য বিকল্প পাঠক্রমের ক্যালেন্ডার প্রকাশ করেছেন

E Zero Point

করোনা যুদ্ধ জয় করে দুর্গাপুর সনোকা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৩ করোনা রোগী

E Zero Point

মতামত দিন