মেমারি বইমেলা-২০২০ জিরো পয়েন্ট পাবলিকেশন -এর নতুন বই…
শব্দ নোলক
মঞ্জুশ্রী মন্ডল ও অমিতাভ মুখার্জী
যৌথ কবিতা সংকলন
মূল্য – ১২৫ টাকা
ISBN 978-81-944325-1-7
***********************************************
শব্দের বুকে কনকের আঁচর। বাহারী পুষ্পের মতো ফুটে ওঠে নতুন ধানশিষ। স্ফটিকের আদরে গলে পড়ে অক্ষর। ঝুরঝুর চেতনায় বর্ণের পরাগায়ন। শব্দ বুকে করে বাঁচে কবি। গহনার মতো লেপ্টে থাকে কবিতার অনুভূতি। ফুটে ওঠে মনের সংলাপ। অ আ ক খর বুক চিড়ে আর্তনাদ করে কাগজী বিপ্লব। কখনো প্রেম মাথা চাড়া দেয় ।শব্দনোলক নতুন সূর্যের মতো ঝলকানি দিয়ে একটি আলোর রেখা টানে। বিবেক মনুষ্যত্ব পিঠে নিয়ে এগোয় আগামীর পথ। ভরে ওঠে দুই কবির আবেগী দৃষ্টি। ***********************************************
কবি মঞ্জুশ্রী মন্ডল লিঙ্গ বৈষম্যের সাথে লড়াই করে আজ তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন প্রাথমিকের কচি কাঁচাদের মধ্যে, আর তাদের মধ্যে থেকেই খুঁজে নিয়েছেন কবিতা লেখার প্রেরণা। অন্যদিকে ছোট্ট বয়স থেকেই শব্দ নিয়ে খেলে চলেছেন কবি অমিতাভ মুখার্জী। জীবনের তাগিদে হাতে ক্যামেরা নিয়ে বন্দী করেন মানুষের মুহূর্ত আর সেখান থেকেই খুঁজে পেয়ে যান কবিতার ছন্দ। এই দুই কবির যৌথ কবিতা সংকলন প্রকাশ হতে চলেছে জিরো পয়েন্ট পাবলিকেশন -এর হাত ধরে মেমারি বইমেলায়…. সকলকে সাথে থাকার অনুরোধ জানই। প্রি-বুকিংয়ের যোগাযোগের জন্য 9375434824 এই নং তে হোয়াটসঅ্যাপ করার জন্য অনুরোধ জানাই। প্রি-বুকিংয়ে রয়েছে আকর্ষণীয় ছাড়।