মেমারি বইমেলা-২০২০ জিরো পয়েন্ট পাবলিকেশন -এর নতুন বই…
***********************************************
ছন্দের মোহনায়
লাল্টু সেখ
একক কবিতা সংকলন
মূল্য – ১২৫ টাকা
ISBN 978-81-944325-3-1
***********************************************
ছলকে ওঠে হৃদয়। মোহনায় জড়ো হয় শব্দের মিঠেল ধ্বনি। নদীর বুকে ভেসে যায় আখরিক প্রেম। কবি কামনার সাগরে দুলতে থাকে।উৎস থেকে আবেগ বয়ে আনে। ঢেউ ফুঁসে ওঠে। স্বরবৃত্তের বুক চিরে নূপূরের আওয়াজ শোনাযায়।মাত্রা বৃত্ত ও অক্ষর বৃত্তে ম ম করে কবিতার আবহাওয়া। নাচে ময়ূর হৃদয়ের। হৃদয়ে বর্ষা নামে।নতুন খামে ভরা থাকে ছন্দের চিরকুট। মেঘ হাসে। বলাকা ওড়ে।শব্দনোলক স্ফটিকের মতো জ্বলজ্বল করে অনুভুতির অন্তরে জেগে থাকে সব প্রেম ও ভালোবাসা। ছন্দের মোহনায় দেখাহয় মনফেরীকরা মানুষের । ***********************************************
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের সরকারী কর্মচারী কবি লাল্টু সেখ যেন ছন্দের জাদুকর। পৃথিবীর সব মানুষের মধ্যেই তিনি ছন্দ খুঁজে পান এবং প্রকাশ করেন সাদা পাতায়। কবি লাল্টু সেখ -এর একক কবিতা সংকলন প্রকাশ হতে চলেছে জিরো পয়েন্ট পাবলিকেশন -এর হাত ধরে মেমারি বইমেলায়…. সকলকে সাথে থাকার অনুরোধ জানই। প্রি-বুকিংয়ের যোগাযোগের জন্য 9375434824 এই নং তে হোয়াটসঅ্যাপ করার জন্য অনুরোধ জানাই। প্রি-বুকিংয়ে রয়েছে আকর্ষণীয় ছাড়।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট