স্টাফ রিপোর্টারঃ প্রকৃতির প্রাণ ফেরার মাঝে পরিবেশ দিবসের আয়োজন। কোভিড-১৯ এর তাণ্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ। গত কয়েক মাস ধরে পৃথিবীর মানুষ একপ্রকার ঘরবন্দি। প্রকৃতির ওপর চালানোর অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। ফিরেছে স্বমহিমায়। এই বাস্তবতা থেকে নতুন করে শিখতে শুরু করেছে মানুষ। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য টাইম ফর নেচার। অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের এখনই সময়।
একথা মাথায় রেখে মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের পক্ষথেকে গতকাল বিদ্যালয় অঙ্গনে সামাজিক দ্বায়িত্ব পালন করলো বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে। প্রতিবছর এই দিনটিতে ছাত্র ছাত্রীরা সবুজের আনন্দে মেতে উঠে, এবছর সেটা সম্ভ নয় তাই অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্যেই বৃক্ষরোপণ এর মাধ্যমে প্রকৃতিকে সাজালেন, সাজালেন নিজের স্কুলকেও।