25/04/2024 : 8:36 PM
আমার দেশ

আজ সীমান্তে ভারত-চিন বৈঠক, এলএসি-তে বাড়ছে উড়ান গতিবিধি

বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: চিনকে কড়া টক্কর দিতে রীতিমতো প্রস্তুত ভারত। লাদাখে এলএসি (প্রকৃত নিয়ন্ত্রণরেখা) বরাবর চিন কয়েক হাজার সেনা মোতায়েন করে থাকলে, ভারতও ততটাই মোতায়েন করে দিয়েছে। যুদ্ধের মতো পরিস্থিতি হলেও, আলোচনা বন্ধ হয়নি। আজ কোর কম্যান্ডার পর্যায়ের বৈঠক বসতে চলেছে। সীমান্ত বিবাদ নিয়ে এই স্তরের বৈঠক ভারত-চিনের মধ্যে বিরল। অর্থাৎ আলোচনায় সমস্যা মিটতেই পারে। কিন্তু, সীমান্তে বড় বৈঠকের প্রাক্কালে এলএসি-তে বাড়ছে উড়ান গতিবিধি। গতিবিধি বাড়াচ্ছে চিন। সম্ভবত যুদ্ধ্যাভ্যাসের মহড়া দিচ্ছে! ভারত কিন্তু সদা প্রস্তুত। সামগ্রিক পরিস্তিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত রিপোর্টও পাঠানো হয়েছে। আজকের বৈঠকে ভারতের পক্ষ থেকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ১৪ কোর-এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং।

আজ কোর কম্যান্ডার স্তরের বৈঠক বসছে ভারত ও চিনের মধ্যে। লাদাখের চুসুলে এই বৈঠক হবে। লেহ্‌ জেলার মধ্যে পড়ে চুসুল। অবস্থান প্যাংগং-এর দক্ষিণ দিকে এবং একেবারে এলএসি-র গায়ে। আজ যে বৈঠক সেখানে হবে, তা কিন্তু ভারত-চিনের মধ্যে বিরল। সীমান্ত বিরোধে বার বার স্থানীয় স্তরের আধিকারিকদের মধ্যেই বৈঠক হয়। বড় সঙ্ঘাতের ক্ষেত্রে খুব বেশি হলে ডিভিশনাল কম্যান্ডার অর্থাৎ মেজর জেনারেল র‌্যাঙ্কের আধিকারিকরা বৈঠকে বসেন। এই প্রথম কোর কম্যান্ডার স্তরের আধিকারিকরা বৈঠকে বসছেন। অর্থাৎ ট্যাকটিক্যাল লেভেল মিটিং নয়, তার চেয়ে অনেক বড় স্তরের মিটিংয়ে বসছে দু’দেশের সামরিক বাহিনী।

Advt

Related posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

ভাবনাঃ যুদ্ধ মানে শুধু অর্থক্ষয় নয়, মানুষের অমূল্য জীবনহানির নিশ্চিত পরিণতি

E Zero Point

ইলেক্ট্রিক যানবাহনের ব্যবহার বাড়াতে ৬৭০টি নতুন ইলেক্ট্রিক বাস পথে নামবে

E Zero Point

মতামত দিন