04/06/2023 : 9:13 AM
আমার দেশজীবন শৈলীধর্ম -আধ্যাত্মিকতা

পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা, আক্ষেপ-মন খারাপ অসংখ্য ভক্তদের

সিদ্ধার্থ বন্দোপাধ্যায়ঃ ভক্তদের সমাগম নেই, পুরীর মন্দির ও মন্দির সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ভক্তদের সমাগম। সম্ভবত ইতিহাসে এই প্রথমবার ভক্তদের উন্মাদনা ও সমাগম ছাড়াই সূচনা হল জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রায় উপস্থিত থাকতে না পেরে তাই মন খারাপ অসংখ্য ভক্তদের।
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে পালন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা, যা কি না আসলে জগন্নাথদেবের জন্মতিথি। এই তিথিতে পুরীর জগন্নাথ মন্দির থেকে বিগ্রহদের নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে (স্নান মণ্ডপ)। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন ও মদনমোহনের এই বার্ষিক স্নান সনাতন হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব হিসেবেই গণ্য হয়। মহা ধুমধাম ও সমারোহে পালিত হয় এই তিথি। কিন্তু, করোনা-সঙ্কটের কারণে এবার অন্য ছবি। প্রতি বছর এই দিনটায় পুরীতে তিল ধারণের জায়গা থাকে না। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ১০৮টি সোনার কলসীতে জল এনে স্নান করানো হয়। এই দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয় নীলাচলে।

Related posts

দেশে দৈনিক করোনা সংক্রমণ প্রায় ১৯ হাজার, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৩

E Zero Point

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ৪ মে থেকে

E Zero Point

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী ৯টি রাজ্যে ২২টি বাঁশ ক্লাস্টারের সূচনা

E Zero Point

মতামত দিন