স্বদেশ মজুমদারঃ ” দাও ফিরে সে অরণ্য …..” কবি গুরু সেই কবেই আমাদের বলে গেছেন, গাছ বাঁচলে রক্ষা পাবে এই পৃথিবী।
মেমারি শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল তার জন্মলগ্নে, বাড়তে থাকা বিশ্বউষ্ণয়ান ও পরিবেশ দূষণের চিন্তায় চিন্তিত হয়ে প্রকল্প ” ছায়ানীড়” এর মাধ্যমে এই মেমারি শহরকে সবুজে ভরিয়ে তুলবে এই শপথ করে ছিল। এবছর, আজ তার দ্বিতীয় পর্ব শুরু হল। গত কাল বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে মেমারি জি.টি রোডের দুইধারে ২২টি বৃক্ষ রোপণ করল টিম আঁচল । এছাড়াও, আমফানের প্রভাবে বিভিন্ন জায়গায় গাছের ক্ষতির কথা মাথায় রেখে, আগামী একবছরে ২০০০টি বৃক্ষ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করল টিম আঁচল।
পূর্ববর্তী পোস্ট