29/11/2023 : 4:23 AM
অন্যান্য

|| সম্পাদকীয় || জনতা কার্ফুঃ বৈকাল ৫টায় ৫ মিনিট হাততালি দিয়ে কৃতজ্ঞতা জানান

|| সম্পাদকীয় ||


আনোয়ার আলিঃ এই মুহুর্তে ভারতে করোনা আক্রন্তের সংখ্যা ৩৫৪ এবং মৃত্যু ৭ জন।

অনেক হল গুজব রটানো, তর্ক-বিতর্ক, রাজনীতি মতবাদ। আমরা আজ সকলে এক বাক্যে মানতে বাধ্য যে বিপদের কোন ভেদাভেদ হয়না ধর্ম, জাত, বর্ণ, রঙ, অর্থ সবকিছুই আজ মাথা নত করেছে সাম্প্রতিক পরিস্থিতির উপর। এই সময় দেশের সকল মানুষকে এক হয়ে সচেতন হতে হবে করোনার বিরুদ্ধে এবং লড়াই করতে হবে।

এমতাবস্থায় রাজ্য-কেন্দ্র এক হয়ে যেমন কাজ করে চলেছে ঠিক তেমনই অসংখ্য সরকারী কর্মচারী, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন ছাড়াও বেসরকারী সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, সাংবাদিক দিনরাত পরিশ্রম করে করোনা প্রতিরোধে লড়াই করছে।

আমরা সকলে আজ যে যার মত করে “জনতা কার্ফু” মেনে চলেছি এখম সময় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের বিরুদ্ধে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য কার্ফুর দিন বিকেল পাঁচটায় হাততালি দিয়ে অভিনন্দন জানানোর কথা বলেন । এ ছাড়াও করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছেন। রাত ৯টা পর্যন্ত চলবে এই কার্ফু। তারই মধ্যে বিকেল ৫টায় পাঁচ মিনিট ধরে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর কথা বলেন তিনি।

অনেকের অনেক মত এই নিয়ে, কিন্তু লোকদেখানো না হলেই বা আপনি ঘরে বসে করে দেখুন ভালো লাগবে আপনারও। একটি পজিটিভ শক্তি আসবে নিজের মধ্যে। আপনি আপনার মত করে হাততালি দিন, ধন্যবাদ বলুন। সকলের সামনে একসাথে হাততালি, শঙ্খধ্বনি, থালা বাজানো এই সব করলে সকলে জানতে পারবে যে মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত….আমরা করব জয়…নিশ্চয়…..

Related posts

করোনায় আক্রান্ত হয়েই কি মৃত্যু, বিভ্রান্তি দূর করতে পাঁচ সদস্যের কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য দফতর

E Zero Point

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রোডে কাশীরাম দাস সেতুতে ট্রোল ট্যাক্স আদায়, মানছে না লকডাউন

E Zero Point

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১,১১,১১১ টাকা দান পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি

E Zero Point