01/10/2023 : 1:45 AM
অন্যান্য

মাতৃদিবসে শিশুদের পাশে মেমারির সুভাষ সংঘ

নূর আহমেদ, মেমারিঃ আজ মাতৃ দিবসের শুভক্ষণে মেমারি সুভাষ সংঘ ও মেমারি সচিন ফ্যান ক্লাবের একটু অন্যরকম প্রয়াস। লকডাউনে গৃহবন্দী  ছোট্ট শিশুদের আনন্দ দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এলাকার ছোট্টো ছোট্ট ৩৯ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় চকোলেট, বেলুন,বাটার, পাউরুটি, বিস্কুট, হরলিক্স পাউচ, চিড়ে,কলা ও ম্যাগীর প্যাকেট।

ক্লাবের পক্ষ থেকে শুভজিৎ দাস জানান যে, শিশুদের কোনো ছবি না তোলার শর্তে এই কর্মসূচি টি পালন করা হয়।

এছাড়াও সন্তু বিষয়ী বলেন, গত ৫ মে  মেমারী ১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডলের হাতে মেমারি সচিন ফ্যান ক্লাবের পক্ষ থেকে মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০০০/ টাকার চেক তুলে দেওয়া হয়।

Related posts

ভারতীয় ডাক মাধ্যমে বয়স্ক মানুষরা ঘরে বসে পেনশন পাবেন

E Zero Point

ছড়া

E Zero Point

করোনা পরবর্তীতে পরিস্থিতির শিকার হবেন অনেকেই, সেটি করোনার থেকেও মারাত্মক | অর্ক পাল

E Zero Point

মতামত দিন