বিশেষ প্রতিনিধি, দুর্গাপুরঃ পূর্ব বর্ধমানের মেমারিতে করোনা আক্রান্তের পর এবার পশ্চিম বর্ধমান জেলার ৭৯ বছর বয়সী বৃদ্ধ করোনা আক্রান্ত হলেন। দুর্গাপুরের সি আর দাস রোডের বাসিন্দা এই বৃদ্ধ কিডনি সমস্যায় ভুগছিলেন এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পজিটিভ রিপোর্ট আসার পর বৃদ্ধকে সনোকা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশাসন খবর পাওয়ার পরই পরিবারের ৫ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে। দূর্গাপুর পৌরসভা থেকে পুরো এলাকা স্যানিটাইজেসন করা হচ্ছে। সি আর দাস রোডের এলাকাটি এখন কনটেন্টমেন্ট জোনের মধ্যে নিয়ে আসা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে।
পূর্ববর্তী পোস্ট