29/11/2023 : 4:40 AM
অন্যান্য

আর্থিক সহযোগিতার আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

করোনার জেরে রাজ্যে লকডাউন, ব্যবসা-বাণিজ্য বন্ধ। এই পরিস্থিতিতে চাপ বেড়েছে রাজ্যের। সে কারণে সাধারণ মানুষকে এগিয়ে এসে সহযোগিতার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ”রাজ্যকে বিপুল ঋণ শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলাম। ভাঁড়ার প্রায় শূন্য। ব্যবসা বন্ধ। দোকানপাট বন্ধ। লোকের হাতে পয়সা নেই। কী করব? আমরা একটা রাজ্য আপত্কালীন ত্রাণ তহবিল করেছি। যে কেউ সহযোগিতা করতে পারেন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড- আইসিআইসি ০০০৬২৮০।

এছাড়া লগ করতে পারেন wb.gov.in-এ।” এর পাশাপাশি থাকছে একটি মোবাইল নম্বরও। যোগাযোগ করুন সঞ্জয় বনশল- ৯০৫১০২২০০০। এই তহবিলে শুধু আর্থিক সহযোগিতা নয়, জিনিসপত্রও দিতে পারেন।

করোনা পরিস্থিতিতে প্রশাসনের সাহায্য পেতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মমতা বলেন,”আমরা আলাদা কন্ট্রোলরুম না করে একটাই স্টেট কন্ট্রোল রুম করেছি।

টোল ফ্রি নম্বর ১০৭০, ল্যান্ডলাইন ০৩৩ ২২১৪৩৫২৬।”

উনি আরও বলেন খাদ্য সঙ্কটের কোনও সম্ভাবনাই নেই৷ মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিতে সব থানা দায়িত্ব নিচ্ছে৷ সবাই যাতে খাদ্যপণ্য পরিমাণ মতো পান, তা মনিটরিং করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ সুপার৷

Related posts

আটকে পড়া ৭০০ পরিযায়ী শ্রমিককে আজ রান্না করা খাবার দিল পূণ্যগ্রাম শ্রীকৃষ্ণানন্দ আশ্রম

E Zero Point

বাগিলা গ্রাম পঞ্চায়েতে করোনা সচেতনতা অভিযান

E Zero Point

কলকাতায় বুদ্ধ বিহারে প্রার্থনা, করোনা ভাইরাস মুক্ত পৃথিবী ফিরে আসুক দ্রুত

E Zero Point

মতামত দিন