26/07/2024 : 8:56 PM
অন্যান্য

করোনা মোকাবিলায় রাজ্যের বামপন্থী বিধায়কদের ১০ লক্ষ  টাকা অনুদান : ড. সুজন চক্রবর্ত্তী

এম. কে. হিমু, মেমারিঃ এই মুহুর্তে দেশে করোনা আক্রান্ত্রের সংখ্যা ৬০৬। মৃত্যু ১১ জন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার সকলে এক যোগে কাজ করে চলেছেন। বিশ্বব্যাপী এই সঙ্কটের দিনে ভারতের মত জন বহুল দেশে সচেতনতার সাথে লড়াই করতে হচ্ছে। রাজনৈতিক মতভেদ দূরে রেখে এখন সকলকে একসাথে কাজ করতে হবে।

এমতাবস্থায় রাজ্যের বামপন্থী বিধায়কেরা করোনা ভাইরাস মোকাবিলায় ১০ লক্ষ  টাকা তাদের বিধায়ক উন্নয়ণ তহবিল থেকে রাজ্য সরকারকে দেবেন বলে জানিয়েছেন। বামফ্রন্ট বিধায়ক ড. সুজন চক্রবর্ত্তী গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে বলেছেন বামপন্থী বিধায়কেরা জেলার সংশ্লিষ্ট হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ কেন্দ্রিক চিকিৎসা পরিকাঠামো ও উপকরণের জন্য নুন্যতম ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে।

বামপন্থীনেতা সুকান্ত কোঙারের মতে ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে কেরালার বামসরকারের মত অর্থ বরাদ্দ করতে হবে। এখনো পর্যন্ত করোনা ভাইরাস মোকাবিলায় মাথাপিছু  ভারত সরকার-১০৮ টাকা, পশ্চিমবঙ্গ সরকার- ২০ টাকা, কেরালা সরকার- ৫৬৯৮ টাকা বরাদ্দ করেছে (সর্বশেষ জনসংখ্যার হিসাব অনুসারে)।

Related posts

কাল বিকাল থেকে ৪ দিনের জন্য কলকাতা সহ বিভিন্ন জেলা শহরে লকডাউন

E Zero Point

আমের আঁটিতেই জীবিকা পূর্বস্থলীতে

E Zero Point

কোন অজ্ঞাত কারণে লকডাউন থেকে বাদ মেমারি ও গুসকরা পৌর শহর

E Zero Point

মতামত দিন