07/05/2025 : 2:34 AM
অন্যান্য

লকডাউনে বাড়ির বাইরে গেলে হতে পারে দু’বছরের জেল | মেমারি শহরে লকডাউনে পুলিশ কার্যরত

করোনা রুখতে কড়া হয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার থেকে গোটা দেশে চলছে লকডাউন। লকডাউনে বাড়ির বাইরে যাওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনে কেউ যদি ঘরের সীমানার বাইরে বেরোনোর চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এমনকি এক্ষেত্রে ২ বছরের জেলও হতে পারে বলে উল্লেখ রয়েছে নির্দেশিকায়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, এমনকী রাজ্য বা কেন্দ্রের তরফে আসা নির্দেশ পালিত না হলেও হতে পারে শাস্তি। যার সাজা এক বছরের জেল বা জরিমানা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনের সময় কেউ কেন্দ্রের এই পদক্ষেপ ভাঙতে চাইলে, আইপিসির ১৮৮ ধারাতেও অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হবে। তাঁর বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের ৫১ ও ৬০ ধারা প্রয়োগ করা হবে।


আজ সকাল থেকেই মেমারি পুলিশ খুব ভালোভাবে লকডাউনের প্রথম দিন নিয়ন্ত্রণ করেছে। রাস্তায় লোকজন দেখলে তাদেরকে প্রথমে অনুরোধও যেমন করা হয়ছে ঠিক তেমনই অবাধ্যদের ভয় দেখিয়ে ঘরে ঢুকতে বলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দোকানে যাতে ভিড় না জমে সেদিকে খেয়াল রেখেছেন। কিছু ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা নিয়ন্ত্রাধীন ছিল। কালোবাজারী রুখতে বিশেষ টাস্কফোর্স ঘুরছে।

Related posts

করোনার জেরে বার কাউন্সিলের কর্মবিরতি চলবে ৩১ মার্চ অবধি

E Zero Point

মোটু আর পাতলুর সাথে লক্ষীর জন্মদিন পালন করল বীরভূম জেলা পুলিশের “মাতৃ স্নেহ” দল

E Zero Point

লকডাউনে দুঃস্থ পরিবারের জন্য মেমারি থেকে ত্রাণ সামগ্রী গেল ব্যান্ডেলে

E Zero Point

মতামত দিন