28/05/2023 : 5:58 PM
অন্যান্য

মুখ্যমন্ত্রীর আবেদন: সতর্ক থাকুন, ভালো থাকুন

তথ্য ও সংস্কৃতি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, ৩২৫ শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া ৭১১১০২

স্মারক সংখ্যা: ৭৫/আইসিএ/এনবি
তারিখ: ২১/০৩/২০২০

মুখ্যমন্ত্রীর আবেদন

সতর্ক থাকুন, ভালো থাকুন।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন, তাঁরা ১৪ দিন বাড়ির বাইরে বেরবেন না।

নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভাল রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যাতে ব্যবহার না করেন, তা নিশ্চিত করুন।

সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোন উপসর্গ দেখা দিলে, ডাক্তারবাবুর পরামর্শ নিন।

বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন, তাঁদের আরও একবার অনুরোধ করা হচ্ছে ১৪ দিন বাড়ির বাইরে না বেরতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন।

আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না।

সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে, স্থানীয় পুলিশ-প্রশাসনকে খবর দিন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

মমতা বন্দ্যোপাধ্যায়

Related posts

ঈদের শাড়ী নিয়ে ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু গলসিতে

E Zero Point

মেমারিতে লকডাউনের চতুর্থ দিন – রাজ্যে করোনা আক্রান্ত ১৮

E Zero Point

রবীন্দ্রালোকে বিজ্ঞান

E Zero Point

মতামত দিন