26/04/2024 : 7:08 AM
অন্যান্য

মহারাষ্ট্রের পর বিহার, করোনায় প্রাণ গেল ৩৮ বছরের তরুণের, ভারতে মোট ৬ জন

মহারাষ্ট্রের পর এবার বিহার ৷ রবিবার করোনা ভাইরাসের কোপে প্রাণ হারালেন ৩৮ বছরের এক তরুণের৷ খবর অনুযায়ী, এই তরুণ কিছুদিন ধরে পটনার এএইমসে ছিলেন আইসোলেশনে ৷ মুঙ্গেরের বাসিন্দা এই তরুণ রবিবারই শেষ নিশ্বাস ত্যাগ করে পটনার এএইমসে ৷ জানা গিয়েছে, তরুণ কিডনি সমস্যাতেও ভুগছিলেন ৷ দেশে এই প্রথম কোনও তরুণের প্রাণ যায় করোনা ভাইরাসে ৷ জানা গিয়েছে মৃত তরুণ কাতারে কর্মরত ছিলেন ৷


মহারাষ্ট্রে বৃ্দ্ধের মৃত্যু, ভারতে মোট ৫ জন করোনায় মৃত, আক্রান্ত-৩২৪

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫ ৷ করোনায় আক্রান্ত হয়ে রবিবার প্রাণ গেল মহারাষ্ট্রের ৫৬ বছরের এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ব্যক্তি করোনার কোপে মারা গেলেন ৷

Related posts

সততা ও নৈতিকতা অনুশীলনের শ্রেষ্ঠ সময় রমজান মাস

E Zero Point

করোনা সঙ্কটে মেমারির গর্ব টিম আঁচল

E Zero Point

প্রতি বছর ঋতু পরিবর্তনের সময় ফিরে আসতে পারে করোনা, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

E Zero Point