24/03/2025 : 11:03 AM
অন্যান্য

ধন্যবাদ মেমারি….জনতা কার্ফু চলছে…ভয় পাবেন না, সচেতনতার সাথে লড়াই করুন

নূর আাহেমদ, মেমারিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আর সেখানেই তিনি এখন বিশ্বের সবথেকে বড় ত্রাস করোনা ভাইরাস মোকাবিলায় দেশের মানুষকে একজোট হওয়ার আহ্বান জানান। নরেন্দ্র মোদি দেশবাসীকে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কার্ফু পালন করার আবেদন জানান। আর তারপর থেকেই দেশের সর্বত্র কি জানি কি হয়!

তবে রবিবার সকাল থেকেই এই জনতা জনার্দন মানুষ দেখিয়ে দিল, সে সব পারে। রবিবার সকাল থেকেই মেমারির রাস্তায় যেন অন্যকিছুর ছোঁয়া। বামুনপাড়া মোড়, চকদিঘী মোড়, মেমারি স্টেশন বাজার, নিউ মার্কেট, কৃষ্ণবাজার সর্বত্র সেখানে কাকপক্ষী ছাড়া আর কাউকে প্রায় দেখা গেল না।

Related posts

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১০

E Zero Point

গল্প – ফেরত | স্বাতী মুখার্জী

E Zero Point

চিকিৎসক দিবসে চিকিৎসকের বাসভবনে আম চারা রোপণ

E Zero Point