করোনভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সমস্ত রেলওয়ে চলাচল ৩১ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। ৩১ শে মার্চ পর্যন্ত কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল করতে দেওয়া হবে না । ভারতীয় রেলওয়ে জানায়, ২২ শে মার্চ মধ্যরাত থেকে ৩১ শে মার্চ মধ্যরাত পর্যন্ত কেবল পণ্য ট্রেন চলাচল করবে। রেলওয়ে এক বিবৃতিতে বলেছে, “প্রিমিয়াম ট্রেন পরিষেবা, মেল / এক্সপ্রেস ট্রেন, যাত্রীবাহী ট্রেন, শহরতলির ট্রেন, কলকাতা মেট্রো, কোঙ্কন , সহ ভারতীয় রেলপথে সমস্ত যাত্রী ট্রেন পরিষেবা বাতিল করা হবে,” রেল এক বিবৃতিতে বলেছে।
Indian Railways cancels all passenger trains till March 31, due to #Coronavirus. pic.twitter.com/sKY70sU8v1
— ANI (@ANI) March 22, 2020